বিএনপি প্রার্থীর মৃত্যু, মেয়র পদে নির্বাচন স্থগিত

মো. সফিকুর রহমান ভুঁইয়াচাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. সফিকুর রহমান ভুঁইয়া (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। শুক্রবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে তিনি চাঁদপুর শহরের প্রিমিয়ার হসপিটালে মারা যান। তার মৃত্যুর ফলে আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।

এই নির্বাচন কর্মকর্তা জানান, ‘বিএনপি মনোনীত প্রার্থীর মৃত্যুর ফলে নির্বাচনি বিধি অনুযায়ী আগামী ২৯ মার্চ এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন স্থগিত থাকবে। নতুন শিডিউলে মেয়র পদে ভোটগ্রহণ হবে। তবে কাউন্সিলর পদে ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চই ভোট হবে।’

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত পৌর এলাকার পুরানবাজার, ৫ নম্বর ওয়ার্ড, রঘুনাথপুরসহ আশপাশের এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন মো. সফিকুর রহমান। দিনেও কয়েকবার তিনি অসুস্থ বোধ করেন। পরে রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ আছর চাঁদপুর শহরের হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপি প্রার্থী মো. সফিকুর রহমান স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসন্তান রেখে গেছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এছাড়া তিনি চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান। তার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।