করোনা: মাছের রেণু পোনা উৎপাদন বন্ধ

যশোর

করোনার প্রভাবে শনিবার (২৮ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্যে যশোরের হ্যাচারিগুলোতে মাছের রেণু পোনা উৎপাদন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য দেওয়া হয়েছে।

হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান জানান, দেশের প্রায় ৬০ শতাংশ মাছের রেণু পোনা যশোরে উৎপাদন করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, দেশের দুর্যোগময় পরিস্থিতিতে সরকারের ঘোষিত কর্মসূচির সঙ্গে জেলা হ্যাচারি মালিক সমিতি একমত পোষণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।