খুলনায় আরও একজন আইসোলেশনে ভর্তি

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটখুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে আরও একজন পুরুষকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঁচ জন ভর্তি হলেন।

এ ইউনিটের প্রধান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মেহেরপুর জেলার গাঙনী থেকে ৩৫ বছরের একজন পুরুষকে ভর্তি করা হয়েছে। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে স্ত্রীকে সঙ্গে নিয়ে এখানে আসেন।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘খুলনায় নতুন ১১৫ জন হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। এ নিয়ে মোট ১৭২৬ জন হোম কোয়ারেন্টিনে আছেন।’

এর আগে ঢাকায় এক করোনা আক্রান্ত রোগীর সঙ্গে একই হাসপাতালে থাকা এক ব্যক্তি খুলনায় এসে মারা গেছেন। তার করোনা ছিল কিনা জানতে নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। 

আরও পড়ুন-
ঢাকায় করোনায় মৃত ব্যক্তির সঙ্গে একই হাসপাতালে থাকা একজনের খুলনায় মৃত্যু

করোনা পরীক্ষায় খুলনার তিন জনের স্যাম্পল পাঠানো হলো ঢাকায়