তিন দিনের মধ্যে খুলনায় আসবে করোনা শনাক্তের মেশিন

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালকরোনা শনাক্ত করার সুবিধার্থে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে আসছে পিসিআর মেশিন। এ মেশিন স্থাপনের জন্য কক্ষ নির্ধারণ করা হচ্ছে। পিসিআর মেশিনটি আগামী দুই-তিন দিনের মধ্যে খুলনা পৌঁছাতে পারে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পিসিআর মেশিনটি স্থাপনের জন্য কক্ষটি দেবে খুলনা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সে লক্ষ্যে কার্যক্রমও এগিয়ে চলছে।’

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনায় নতুন ১১৫ জন হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। এ নিয়ে মোট ১৭২৬ জন হোম কোয়ারেন্টিনে আছেন। আর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন পাঁচ জন। 

আরো পড়ুন-

ঢাকায় করোনায় মৃত ব্যক্তির সঙ্গে একই হাসপাতালে থাকা একজনের খুলনায় মৃত্যু