স্যানিটাইজার তৈরি করছে জেলা পরিষদ

মাগুরা

করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে মাগুরা জেলা পরিষদ। রবিবার (২৯ মার্চ) পযর্ন্ত তারা প্রতিটি ৫০ মিলি লিটার বোতলে সাড়ে তিন হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে। জেলার সাধারণ মানুষ, স্বাস্থ্য বিভাগ ও এসব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মধ্যে এসব বিতরণ করা হয়।

রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু জানান, এটি একটি অ্যালকোহল প্রধান স্যানিটাইজার, যা করোনা প্রতিরোধে কার্যকর। চুয়াডাঙ্গা দর্শনার কেরু অ্যান্ড কোং কোম্পানির কাছ থেকে কাঁচামাল এনে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের গবেষণাগারে এটি তৈরি করা হচ্ছে। এই কাজে সর্বাত্মক সহযোগিতা করছে কলেজে রসায়ন বিভাগে ছাত্র-শিক্ষকরা। গোটা কার্যক্রম পরিচালনা করছেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।