সুবিধাবঞ্চিতদের মাস্ক দিচ্ছেন লাল সবুজ সংঘের নিশাত

PANCHAGARH NISHAT MUSK PIC 02

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য মাস্ক তৈরি ও বিতরণের কাজ চলছে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে। সংগঠনটির জেলা শাখার সভাপতি নিশাত রহমান ও উপদেষ্টা মশিউর রহমানের নিজস্ব উদ্যোগে এই কাজ শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন গ্রামে ও বাজারে মাস্কগুলো বিতরণ করেন তারা।

জানা যায়, আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিশাত রহমানের নিজস্ব অর্থায়নে পাঁচশ' মাস্ক তৈরি করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) পর্যন্ত দুইশ' জনকে মাস্ক বিতরণ করা হয়েছে।

PANCHAGARH NISHAT MUSK PIC 01

নিশাত রহমান বলেন, 'সংসার ও সন্তানদের সামলিয়ে, নিজের পড়াশোনা শেষ করে, রাতে মাস্ক তৈরি শুরু করি। চলে গভীর রাত পর্যন্ত। সকালে এসব মাস্ক তুলে দেই সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে। মাস্ক পেয়ে খুশি এলাকার মানুষ।'

উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত একটি সংগঠন। সংগঠনটি সারা দেশের মতো পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ বিরোধী প্রচারণা চালায়।