মুন্সীগঞ্জে ৩ শতাধিক পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও

মুন্সীগঞ্জে নিম্নআয়ের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাবার তুলে দিচ্ছেন ইউএনও ফারুক আহম্মেদ

ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সোমবার (৩০ মার্চ) মুন্সীগঞ্জ সদর উপজেলায় কর্মহীন অতিদরিদ্রদের ঘরে ঘরে গিয়ে দিনভর খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহম্মেদ।

দুপুর সাড় ১২ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশারগঞ্জ এলাকার ঘরে ঘরে গিয়ে ৭০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নে ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া সদরের মিরকাদিমে ৭০টি পরিবার, মাল্লোকাদি, শিলই, বাংলাবাজার ও আধারা ইউনিয়নের ২৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রত্যেক পরিবারের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল। এছাড়াও দেওয়া হয় একটি করে সাবান।