৩৩ জনের করোনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে

করোনাভাইরাসগত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে করোনা শনাক্তের পরীক্ষা শুরুর পর আজ মঙ্গলবার পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কারও নমুনায় করোনা ভাইরাস ধরা পড়েনি বলে জানিয়েছেন সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গত ছয় দিনে ফৌজদারহাটের বিআইটিআইডিতে মোট ৩৩জনকে পরীক্ষা করা হয়েছে। তাদের কারও শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি।’

এক প্রশ্নের জবাবে শেখ ফজলে রাব্বি বলেন, ‘যারা বিদেশ থেকে এসেছেন, যারা বিদেশ থেকে আসা লোকজনের সংর্স্পশে এসেছেন তাদের পরীক্ষা করা হচ্ছে। এছাড়া যাদের চিকিৎসকরা পরীক্ষার করার জন্য পরামর্শ দিচ্ছেন তাদেরকে পরীক্ষা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ৩১ মার্চ পর্যন্ত চট্টগ্রামে ৯৩০ জন হোম কোয়ারেন্টিনে আছেন।