বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অবিনাশ সরকার নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম- জীবন, সুবেদ ও অনুকূল।

জানা যায়, বুধবার ( ১ এপ্রিল) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আরও তিন জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অবিনাশ সরকার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকার প্রাণ কুমারের ছেলে।

রূপগঞ্জ ভুতা ফাঁড়ির উপ-পরিদর্শক ( এস আই) আমিনুল ইসলাম জানান, পাড়াবো এলাকার অবিনাশ সরকারের সঙ্গে তার চাচাতো ভাই অর্জুন সরকারের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এনিয়ে স্থানীয় গ্রাম্য সালিশে কয়েকদফা বিচারের মাধ্যমে মীমাংসা হয়। কিন্তু বুধবার সকালে নারিকেল গাছের গুড়ি নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে অর্জুন, নকুল, স্বদেব সরকার, জীবন সরকারসহ ৮-১০ জন মিলে অবিনাশ সরকারকে কুপিয়ে জখম করে। এসময় তার ছেলে দুর্জয় সরকার, ভাতিজা যীষ্ণু সরকার ও প্রকাশ সরকার তাকে বাঁচাতে এগিয়ে এলে তারাও আহত হন। পরে স্থানীয়রা মূমুর্ষু অবস্থায় অবিনাশ সরকারকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুর্জয়, প্রকাশ ও যীষ্ণু সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাড়িঘরে তালা ঝুলিয়ে প্রতিপক্ষের লোকজন পালিয়েছে। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।