বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

সীমান্ত (ফাইল ছবি)
ঠাকুরগাঁও জেলার বা‌লিয়াডাঙ্গী উপ‌জেলায় ভারত-বাংলা‌দেশ সীমা‌ন্তে বিএসএ‌ফের গু‌লি‌তে এক যুবক প্রাণ হা‌রি‌য়ে‌ছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে উপজেলার চোচপাড়া সীমান্তে এ ঘটনা ঘ‌টে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাবি করে, নিহত যুবক জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক হলেও বর্তমানে তিনি ভারতীয় রেশনকার্ডধারী এবং ১০ বছর ধরে আরেকটি বিয়ে করে সপরিবারে ভারতে বসবাস করছেন।   

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ ঠাকুরগাঁও ৫০‌ বি‌জি‌বির অ‌ধিনায়ক লেফটেন্যান্ট  ক‌র্নেল সহিদুল ইসলাম বলেন, নিহতের পারিবারিক সূত্র ও এলাকাবাসীর মাধ্যমে  তিনি জেনেছেন, নিহত যুব‌কের নাম জয়নাল আবেদীন (৩৫)। তি‌নি রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মো. মাঝিলের ছেলে। এদেশে তার এক স্ত্রী রয়েছেন। তবে তিনি ভারতে গিয়ে আরেকটি বিয়ে ১০ বছর যাবত সেখানেই বসবাস করছিলেন।        

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে জয়নাল সীমান্ত দিয়ে বাংলাদেশে  প্রবেশ করার চেষ্টা চালায়। এ সময় সীমান্তের ৩৭৯ নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই ব্যক্তি।

বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম জানান, ওপার থেকে বাড়ি ফিরছিল জয়নাল। আসার সময় বিএসএফের গুলিতে নিহত হয় সে। বিজিবি অধিনায়ক জানান, বিএসএফ'র সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাপারটি নিয়ে আরও সুনির্দিষ্ট ও বিস্তারিত জানতে চেষ্টা করা   হচ্ছে।