করোনায় সৌদি আরবে নড়াইলের চিকিৎসক আফাক হোসেনের মৃত্যু





চিকিৎসক আফাক হোসেন বাচ্চুসৌদি আরবের মদিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নড়াইল পৌর এলাকার মাছিমদিয়ার বাসিন্দা অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. আফাক হোসেন বাচ্চু (৬২)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আফাক হোসেনের সহপাঠী নড়াইল দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (২ এপ্রিল) আফাক হোসেনকে সৌদি আরবের ওহুদ পাহাড়ে দাফন করার কথা রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের মদিনায় সাফা আল-মদিনা ক্লিনিকে অর্থোপেডিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন আফাক হোসেন বাচ্চু। করোনায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে আসা কয়েকজনকে চিকিৎসা দেন তিনি। পরে নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হন। তাকে সৌদি আরবের করোনা স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হলে তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। ৩১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

ডা. আফাক মাছিমদিয়া গ্রামের আমজাদ হোসেন মাস্টারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. আফাক হোসেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হয়ে এমবিবিএস পাস করেন। চিকিৎসা সেবায় অর্থোপেডিক বিভাগে বিশেষ প্রশিক্ষণ নিয়ে তিনি দীর্ঘদিন ইরানে চিকিৎসা সেবা দিয়েছেন।