বিনামূল্যে বিতরণ হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার

91816175_2594237317483375_8113691399695630336_nকরোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ফর্মুলায় খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ এবং ইউএনডিপির সহযোগিতায় এই স্যানিটাইজার তৈরি করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাশের নেতৃত্বে ১০ জন শিক্ষক ও ২০ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত টিম দুটি ল্যাবে এই কার্যক্রম পরিচালনা করছেন।

প্রথম পর্যায়ে তারা ১০০ মিলিলিটারের সাড়ে ছয় হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবে। স্যানিটাইজার তৈরিতে সার্বক্ষণিক সমন্বয়ক হিসেবে কাজ করছেন খুলনার কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মো. ইকবাল হাসান।

তিনি জানান, এসব হ্যান্ড স্যানিটাইজার ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী, চেয়ারম্যান, ইউপি সদস্য, স্বাস্থ্যকর্মী ও গ্রাম পুলিশসহ যারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন; তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।