সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্টে কলেজছাত্রের মৃত্যুতে ৫ বাড়ি লকডাউন

সাতক্ষীরা সদর উপজেলার নারায়নপুর গ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া কলেজছাত্রের বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জানাজা শেষে তার মরদেহ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরী জানান, মরদেহ সমাহিত করার পর মারা যাওয়া কলেজছাত্র হাসান আলীর বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া তার দাফন-কাফনে অংশ নেওয়া ব্যক্তি ও পরিবারের সদস্যসহ মোট ১৯ জনকে লকডাউনের আওতায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং লাল ফ্ল্যাগ টানানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কোয়ারেন্টিনে থাকা পরিবারগুলোকে সরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়া হবে।

কলেজছাত্রকে সমাহিত করার আগে ঢাকার আইইডিসিআরে পাঠানোর জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

প্রসঙ্গত, শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার সাতক্ষীরার নারায়ণপুরে জ্বর, ব্যথা ও শ্বাসকষ্টে ওই কলেজছাত্র নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।


আরও পড়ুন:
সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্টে কলেজছাত্রের মৃত্যু