হিলিতে চট্টগ্রাম থেকে ফেরা যুবককে বাড়িতে প্রবেশে বাধা

হিলিদিনাজপুরের হিলিতে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চট্টগ্রাম থেকে ফেরা এক যুবককে তার বাড়িতে প্রবেশে বাধা দিয়েছে স্থানীয়রা। পরে তাকে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রশাসন।  হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

ওই যুবকের নাম রানা হোসেন (৩৩)। তিনি হিলির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। পেশায় তিনি নৃত্যশিল্পী।

ইউএনও ও হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে জানান, শ্রক্রবার সকালে রানা চট্টগ্রাম থেকে হিলিতে আসেন। এ সময় বাড়ির লোকজন তাকে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেন। এরপরে তিনি দাদির বাড়িতে গেলে দাদি বাড়ি থেকে বের হয়ে যান করোনার ভয়ে। স্থানীয় এলাকাবাসীও সেখানে অবস্থান নিতে বাধা দেন। পরে স্থানীয়রা বিষয়টি জানালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসকরা তাকে পরীক্ষার পর করোনার লক্ষণ পাননি। তারপরে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।