পশুদের খাবার খাওয়ানো কার্যক্রমের তদারকির দায়িত্বে আছেন রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু। তিনি জানান, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকার কারণে বেওয়ারিশ কুকুরসহ অন্যান্য প্রাণী অনাহারে থাকছে। সেজন্য মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় তাদের খাবার খাওয়ানোর নিদের্শ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে প্রাণিগুলোকে খাওয়ানো হয়। এভাবে প্রতিদিন মহানগর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রাণিগুলোকে খাবার খাওয়ানো হবে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে রাসিক পরিচালিত নগরীর শহিদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হরিণের শেডে হানা দেয় অভুক্ত পাঁচ কুকুর। ক্ষুধার্ত, হিংস্র কুকুরগুলো চারটি হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খায়। এ ঘটনার পরই অভুক্ত কুকুরকে খাওয়ানোর উদ্যোগ নিল রাসিক।