চুয়াডাঙ্গা শহরের একটি মহল্লা স্বেচ্ছায় লকডাউন

সবাইকে সতেনতার আহ্বান জানিয়ে দেয়াল লিখন নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়া এলাকা স্বেচ্ছায় লকডাউন করে দিয়েছেন স্থানীয়রা। ওই মহল্লার প্রত্যেকটি প্রবেশপথে দেওয়া হয়েছে বাঁশের প্রতিবন্ধক ও চেকপোস্ট। মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত ওই মহল্লায় কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

ওই এলাকায় মোট ৩১টি বাড়ি এই লকডাউনের আওতায় আছে। জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগত কাউকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

কোর্টপাড়ার বাসিন্দা রাজীব বাংলা ট্রিবিউনকে জানান, এখন পর্যন্ত তাদের মহল্লায় করোনা রোগী শনাক্ত না হলেও সতর্ক হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতে তারা এ উদ্যোগ নিয়েছেন। বাইরে বের হতে না পারা লোকজনকে জরুরি কাজে সহায়তা করছেন ওই এলাকার স্বেচ্ছাসেবকরা।

মহল্লার দেয়ালে দেয়ালে ‘আসুন আমরা নিজে সচেতন হই/পরিবার এবং মহল্লাবাসীকে সচেতন করি’, ‘জরুরি প্রয়োজন ছাড়া এ এলাকায় প্রবেশ বা বাহির না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে’ এ ধরনের লেখা দেখতে পাওয়া গেছে।