বুধবার থেকে মঠবাড়িয়া লকডাউন

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভাকরোনা সংক্রমণ প্রতিরোধে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাকে বুধবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, মঙ্গলবার জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো যেমন– বান্ধবপাড়া, ঝাউতলা, বাবুরহাট, মাছুয়া ফেরীঘাট, ভগিরাতপুর বাজার, দাউদখালী নতুন বাজার, কুমিরমারা বাজার, দধিভাঙ্গা বাজার এলাকা সিল করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন আদেশ বহাল থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেক পয়েন্টে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দুজন আনসার দুজন গ্রাম পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সঙ্গে থাকবে জীবাণুনাশক স্প্রে মেশিন। কেউ যদি জরুরি প্রয়োজনে মঠবাড়িয়ায় প্রবেশ করলে তাকে জীবাণুনাশক স্প্রে করা হবে। 

সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।