চট্টগ্রামের শাপলা আবাসিকে ৬ পরিবার হোম কোয়ারেন্টিনে

শাপলা আবাসিকের একটি ভবনের ছয়টি পরিবার হোম কোয়ারেন্টিনেচট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকায় এক নারীর (৩৫) শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় ওই এলাকার আল্লাহর দান মঞ্জিল নামের একটি ভবনের ছয়টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ওই ভবনে উপস্থিত হয়ে এ আদেশ দেন।

এ সম্পর্কে আশরাফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন,  'ওই ভবনে বসবাসকারী হাছিনা বেগম (৩৫) নামে এক নারীর করোনা রোগের কিছু লক্ষণ দেখা দিলে, আজ দুপুরে তার স্যাম্পল নেওয়া হয়। যেহেতু তিনি করোনায় আক্রান্ত কিনা তা রিপোর্ট পাওয়ার আগে বলা যাচ্ছে না, তাই রিপোর্ট পাওয়া পর্যন্ত ওই বাড়ির ছয়টি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকা প্রয়োজন বলে মনে করি।’