জ্বর-কাশি-শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু, ৫ বাড়ি লকডাউন

টাঙ্গাইলটাঙ্গাইলে জ্বর-কাশি ও শ্বাসকষ্টে শাহ আলম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শাহ আলমের বাড়িসহ আশেপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

নিহত শাহ আলম টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার মুক্তিযোদ্ধা আবদুস সামাদ মিয়ার ছেলে।

তার পরিবারের সদস্য জানান, অনেক দিন ধরেই শাহ আলম প্রায়ই শ্বাসকষ্টে ভুগছিলেন। সম্প্রতি তার জ্বর-কাশির পাশাপাশি শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিলো। বুধবার রাত ৮টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘তার মধ্যে করোনা উপসর্গ থাকায় বুধবার দুপুরে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর পরপরই শাহ আলমের বাড়িসহ আশেপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।’