জামালপুরে করোনায় আক্রান্ত ফার্মাসিস্টের টাঙ্গাইলের গ্রাম লকডাউন

লকডাউনজামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তিনি তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে আসায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) গ্রামটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও তার শ্বশুরবাড়ি মধুপুর উপজেলার বাসুদেব গ্রামের আফজাল হোসেনের বাড়িটিও লকডাউন করা হয়।

তিনি উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামের এক স্কুল শিক্ষকের ছেলে। বর্তমানে তাকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলীম আল রাজি বলেন, ‘ওই ফার্মাসিস্ট মাদারগঞ্জ থেকে গত বৃহস্পতিবার তার গ্রামের বাড়িতে আসেন। এরপর শনিবার তিনি আবার তার কর্মস্থল মাদারগঞ্জে চলে যান। এরপর তার করোনা পজেটিভ ধরা পড়ে। এ ঘটনায় তার গ্রামটি লকডাউন করা হয়েছে।’

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা আক্তার বলেন, ‘করোনায় আক্রান্ত ওই ব্যক্তি তার শ্বশুরবাড়ি মধুপুর উপজেলার বাসুদেব গ্রামেও এসেছিলেন। এজন্য ওই গ্রামের তার শ্বশুর আফজাল হোসেনের বাড়িটিও লকডাউন করা হয়েছে।’

প্রসঙ্গত, ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে সর্দিজ্বর ও কাশিতে ভুগছিলেন। এতে সন্দেহ দেখা দিলে বুধবার (৮ এপ্রিল) সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। পরীক্ষা শেষে তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এ ঘটনায় জামালপুর জেলা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।