করোনা ইউনিট হচ্ছে নারায়ণগঞ্জের হাসপাতালে

2

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জের খানপুর তিনশ' শয্যা হাসপাতালকে করোনা ইউনিট ঘোষণা এবং করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। তিনি বলেন, 'নারায়ণগঞ্জে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। করনোর উপসর্গ নিয়ে সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। এমন অবস্থায় নারায়ণগঞ্জের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে খানপুর তিন' শয্যা হাসপাতালকে করোনা ইউনিট ঘোষণা করে সেখানে প্রশিক্ষিত ডাক্তার ও নার্স সংযুক্ত করে চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার।

সেলিস ওসমানের অভিযোগ, এই দুর্যোগের সময় খানপুর তিনশ' শয্যা হাসাপাতালের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা করোনা ইউনিট খুলতে নানাভাবে বাধা সৃষ্টি করছে। জনস্বার্থের কাজে বাধা না দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।