৫০ বস্তা চালসহ গ্রেফতার ১, দায় অস্বীকার কৃষকলীগের

বগুড়া

খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চালসহ মিঠু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বগুড়ার সোনাতলা থানা পুলিশ । বৃহস্পতিবার বিকালে উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাঁসরাজ গ্রামের বাড়ি থেকে চালের বস্তাসহ তাকে আটক করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) এ বিষয়ে থানার এসআই রহিম উদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক মিঠু মিয়া মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি। এই পরিচয়ে তার ব্যানার পোস্টারও লাগানো আছে এলাকায়। তবে জেলা কৃষকলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, মিঠু মিয়া কৃষক লীগের কেউ নন।

সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, মিঠু মিয়া সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাঁসরাজ গ্রামের ওফিজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বিকালে গোপনে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ১০ টাকা কেজি দরে বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু জানান, তিনি চালগুলো কার্ডধারীদের কাছ থেকে কিনেছেন।

এদিকে সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন জানান, মিঠু আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তার এক ভাই লিটন যুবলীগ কর্মী এবং অপর ভাই কাইয়ুম সাবেক ইউপি সদস্য ও বিএনপি কর্মী।

তিনি আরও জানান- একটি মহল প্রচার করছে যে মিঠু মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অসীম কুমার জৈন নতুনের পিএস। আসলে চেয়ারম্যানের পিএসের নাম রোস্তম।