পঞ্চগড়ে হঠাৎ বেড়েছে 'অচেনা মানসিক ভারসাম্যহীনদের' আনাগোনা!

বুধবারেও একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশ ভারত সীমান্তে পুশইন করার চেষ্টা করে বিএসএফ পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের পুশইন করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), এমন অভিযোগ উঠেছে তুলেছেন সীমান্তবর্তী এলাকার জনগন। গত কয়েকদিনে বেশ কয়েকজন অচেনা ও মানসিক ভারসাম্যহীনদের আনাগোনা বেড়ে গেছে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আনেন এলাকাবাসী।

এলাকাবাসী দাবি করেন, বুধবার (২২ এপ্রিল) তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত এলাকা দিয়ে এমন কয়েকজন মানসিক ভারসাম্যহীনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে ব্যর্থ হয়।

বুধবার এক ব্যক্তিকে নদীর মাঝখানে একটি বালির ঢিবির ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান,  বিএসএফের বাংলাদেশে পুশইনের সময় বিজিবি বাধা দিয়েছে। বুধবারসকাল থেকে দুপুর পর্যন্ত ৫ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। অনুপ্রবেশ করার চেষ্টা করে। স্থানীয়দের খবরের ভিত্তিতে বিজিবি ওই সীমান্তে গিয়ে পুশইনে বাধা দেয়।

করোনা প্রতিরোধে লকডাউনের তেঁতুলিয়া উপজেলার শতাধিক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের খাবারের ব্যবস্থা করছে টিম-১৯ নামের তরুণদের একটি স্বেচ্ছাসেবি সংগঠন। অন্যদিকে জেলা শহরের প্রবীণ  সাংবাদিক শহীদুল ইসলাম শহীদও এসব ভবঘুরে মানসিক ভারসাম্যহীনদের খাদ্য সরবরাহ করে আসছেন।

টিম-১৯ সংগঠনের আহ্বায়ক সাব্বির হোসেন রকি জানান, বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতীয় মানসিক ভারসাম্যহীনরা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। এদের অনেককে খাবার দিতে গিয়ে আমরা দেখেছি তারা ভারতীয় বিভিন্ন ভাষায় কথা বলছেন। অনেকের ভাষা বোঝা যায় না। তাতে বোঝা যায় যে এরা ভারত থেকেই এসেছেন। এদের কারো মধ্যে করোনা ভাইরাস পজিটিভও থাকতে পারে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আনিসুর রহমান জানান, বুধবার বাংলাবান্ধা সীমান্ত এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। আমরা তাদের ফিরিয়ে দিয়েছি। তারা মানসিক ভারসাম্যহীন কিনা জানা নেই। ভারতীয় ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করছে কিনা তা  খতিয়ে দেখছি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সবসময় সতর্ক রয়েছে।