বিকালে টাঙ্গাইল পৌর এলাকার ‘আদি টাঙ্গাইল জাহাঙ্গীর এন্টারপ্রাইজ’ নামে একটি টিসিবির ডিলারের গোডাউনে অভিযান চালায় র্যাব-১২। এ সময় অবৈধভাবে টিসিবির পণ্য মজুতের জন্য ডিলার জাহাঙ্গীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহনুর জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
এদিকে সন্ধ্যায় মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্ল্যাতে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে টিসিবির পণ্য মজুত এবং খোলা বাজারে বিক্রির অভিযোগে মেসার্স আবুল বাশার ট্রেডার্সের মালিক আবুল বাসারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন। এ সময় গোডাউনে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের দুই হাজার ৬৩০ কেজি চাল মজুতের অভিযোগে বাশারের ডিলারশিপ বাতিল, জামানত বাজেয়াপ্ত ও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।