পুলিশ, চিকিৎসক ও নার্সদের ফুডপান্ডার খাবার বিতরণ




কর্তব্যরত পুলিশ সদস্যদের মধ্যে খাবার প্যাকেজ ও রেশন বিতরণ করছে ফুডপান্ডা

পুলিশ, চিকিৎসক, নার্স ও রাইডারদের মধ্যে ফুড প্যাকেজ ও রেশন বিতরণ করেছে খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা। শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের প্রায় ১৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই করোনাভাইরাস, এর প্রভাবে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ সারাবিশ্বে মৃত্যুবরণ করছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের কারণে অনেকেই বাড়িতে বসে কাজ করার সুবিধা পেলেও এমন অনেকে আছেন, যারা সামনে থেকে এই সময়ে মানুষের স্বার্থে মাঠ পর্যায়ে যুদ্ধ করে যাচ্ছেন। কোভিড-১৯ মোকাবিলায় সামনের সারির এই যোদ্ধাদের মধ্যে প্রায় ২০ হাজার ফুড প্যাকেজ ও রেশন বিতরণ করেছে ফুডপান্ডা।

স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মীদের হাতে খাবার পৌঁছে দেয় ফুডপান্ডা

ফুডপান্ডা বাংলাদেশের সিইও আম্বারিন রেজা বলেন, ‘জাতির সূর্য সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তারা সব প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন, যাতে আমরা নিরাপদে থাকতে পারি। এই জটিল সময়ে কোভিড-১৯ মোকাবিলায় যারা সরাসরি জড়িত সেই সব স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ, ডাক্তার, নার্স এবং আমাদের নিজস্ব রাইডারদের প্রতি সম্মান জানিয়ে তাদের মধ্যে খাবার ও রেশন পৌঁছে দিচ্ছি।’