এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, শিশু মঈনুল গত ২ মে বিলচাপড়ী গ্রামে নানা মোফাজ্জল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে মঈনুল তার ছোট ভাই ও চতুর্থ শ্রেণির ছাত্র জাকির হোসেনকে নিয়ে গ্রামের বাঙালি নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে ছোট ভাই জাকির পানিতে ডুবে যেতে থাকে। তখন মঈনুল তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজির পর মঈনুলের মৃতদেহ উদ্ধার করেন।
অপরদিকে সোমবার বিকেল ৪টার দিকে নলডাঙ্গা গ্রামে শিশু সাগর হোসেন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এসময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে প্রতিবেশিরা তার মৃতদেহ উদ্ধার করেন।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, পৃথক ঘটনায় নদী ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে