খুন-ধর্ষণসহ ২৫ মামলার আসামি সন্ত্রাসী বাদশা সিকদার গ্রেফতার

গ্রেফতার বাদশা সিকদারভোলা সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা শিকদার ওরফে আবুল বাশার শিকদার (৪২) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এসময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃত বাদশা ওরফে আবুল বাশার শিকদার ভোলা সদর থানার পূর্ব ইলিশা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত দাইমুদ্দিন শিকদারের ছেলে। তার স্থায়ী ঠিকানা ভোলা সদরের চর আনন্দ গ্রামে।

গতকাল শুক্রবার (৮ মে) রাতে ভোলা সদর থানাধীন দক্ষিন রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি দল। আজ শনিবার (৯ মে) র‌্যাব-৮ সদর দফতর থেকে দেওয়া এক ই-মেইল বার্তায় জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, তার বিরুদ্ধে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, খুন, ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণসহ প্রায় ২৫টি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। বাদশা শিকদারের বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।