আটক মনিরুল সদর হাসপাতালের সামনের এসএম ড্রাগ হাউজের মালিক। এর আগে শুক্রবার (৮ মে) বিকাল ৫টার দিকে এক রোগীর জন্য দেওয়া ওষুধ পাল্টে দিতে বলায় কথা কাটাকাটির একপর্যায়ে ডা. গালিবকে মারধর করেন দোকানি।
ডা. গালিব জানান, হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর জন্য ব্যবস্থাপত্র দেখে রোগীর স্বজনকে জরুরি কিছু ওষুধ আনতে পাঠান নার্স। রোগীর স্বজনও ওষুধ নিয়ে ওয়ার্ডে ফেরেন। নার্স দেখেন এক ওষুধের পরিবর্তে অন্য ওষুধ দিয়েছেন দোকানি। নার্স ওষুধটা বদলে আনতে বলেন। রোগীর স্বজন পুনরায় দোকানে গিয়ে ওষুধ বদলাতে ব্যর্থ হলে বিষয়টি জানান।
তিনি আরও বলেন, ‘ঘটনাটি আমাকে জানালে আমি পুনরায় তাকে ওই দোকানে গিয়ে ওষুধটি বদলে আনতে পাঠাই। তিনি পুনরায় ফিরে এসে জানান দোকানি ওষুধ বদলে দেবে না আবার টাকাও ফেরত দেবে না। তার কাছে টাকাও নেই। তখন অসহায় লোকটির দিকে তাকিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তার সঙ্গে আমিও দোকানে গিয়ে ওষুধটি বদলে দিতে অনুরোধ করি। তখন দোকানদার মনিরুল ওষুধ বদলে দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ওই ওষুধ আমার এখানে নেই। তখন টাকা ফেরত চাই। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার ওপর হামলা চালায়। ঘটনাটি আমি সিভিল সার্জন স্যারকে অবহিত করে এ ঘটনার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি।’
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সদর হাসপাতালের এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সেটি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে হামলাকারীকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।