সাতক্ষীরায় বিজিবি অভিযান চালিয়ে পাঁচ পিকআপ ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশ করা ‘সাদা সোনা’ নামে খ্যাত বাগদা চিংড়ি মাছ আটক করেছে। এ সময় মানবদেহের জন্য ক্ষতিকর দ্রব্য পুশ করার অপরাধে পাঁচ মৎস্য ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) রাতে সাতক্ষীরা শহরের আলিয়া মাদ্রাসার মোড় এলাকা থেকে চিংড়ি মাছগুলো জব্দ করে বিজিবি। শুক্রবার (২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কিছু অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশ করা গলদা ও বাগদা চিংড়ি মাছ বিক্রির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছিল। ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে শহরের আলিয়া মাদ্রাসার মোড় এলাকায় বিশেষ অভিযানে পাঁচ পিকআপ গলদা ও বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ি সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ সরেজমিনে পরীক্ষা করেন। এ সময় ৩০০ কেজি গলদা-বাগদা চিংড়ি মাছে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পাওয়া যায়। যার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।
এ সময় চিংড়ি মাছে ক্ষতিকর দ্রব্য পুশ করার অপরাধে মৎস্য ব্যবসায়ী জয়দেব মন্ডলকে ২৪ হাজার টাকা, আনন্দ মিস্ত্রিকে ১০ হাজার টাকা, রবিন সর্দারকে ১০ হাজার টাকা এবং আনিসুর রহমানকে ৫ হাজার টাকাসহ মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মানবদেহের জন্য ক্ষতিকর দ্রব্য পুশ করা মাছগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।