করোনার উপসর্গে ছেলের মৃত্যু সংবাদে মারা গেলেন বাবাও

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের করোনায় এক মাত্র ছেলে রমনি সাউদের (২৭) মৃত্যু সংবাদ শুনে মারা গেলেন তার বাবা। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হৃদরোগে মারা ব্যক্তি ইয়ার হোসেন (৬০) সোনারগাঁ  উপজেলার এলাকার এমআরবি নামক ইটভাঁটার মালিক ছিলেন।

রমনি সউদের পরিবার জানায়, করোনার উপসর্গ নিয়ে সোমবার ভোর ৬টায় ঢাকা মেডিক্যালে মারা যান এই তরুণ। সেই সংবাদ বাড়িতে এসে পৌঁছলে বাবা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।  

মৃত ইয়ার হোসেনের জামাতা রানা ভূঁইয়া জানান, তার শ্যালক রমনি সাউদ গত রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু করোনার উপসর্গ থাকায় কেউ তাকে ভর্তি নেয়নি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সকাল ৭টায় তিনি মৃত্যু বরণ করেন। তিনি আরও জানান, তার শ্যালকের করোনা পরীক্ষার রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক বাবা ও ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।