আগ্নেয়াস্ত্রসহ সেই বিতর্কিত রকি বড়ুয়া গ্রেফতার

র‌্যাবের অভিযানের সময় পালাতে গিয়ে আহত হন রকি বড়ুয়ামানবতাবিরোধী অপরাধ মামলার আসামি জামায়াতের দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলের সঙ্গে বৈঠক করা বিতর্কিত সেই রকি বড়ুয়াকে বিদেশি পিস্তল, মদসহ গ্রেফতার করেছে র‍্যাব-৭। মঙ্গলবার (১২ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল এ তথ্য জানিয়েছেন। একই অভিযানে এক নারীসহ রকির চার সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

কিছুদিন আগে মাসুদ সাঈদী, তারেক মনোয়ারসহ আরও কয়েকজনের সঙ্গে রকির গোপন বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে কালো টি-শার্ট ও নীল জিন্স প্যান্ট পরা অবস্থায় রকিকে একটি চেয়ার বসে থাকতে দেখা যায়।

লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার ভোরে নগরীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে রকি ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে রকি তিনতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার দুটি পা ভেঙে যায়। গ্রেফতারের পর তাকে করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার বাসা থেকে বিদেশি পিস্তল ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।