মদনে মৃত নারী ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন

নেত্রকোনা

নেত্রকোনার মদনে মারা যাওয়া ফুলতারা বেগম (৬০) করোনায় আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (১৪ মে) তার নমুনার প্রতিবেদনে এই তথ্য জানা যায়। তিনি মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া বড়পাড়া গ্রামের মৃত তাজেল মিয়ার স্ত্রী।

জানা যায়, ৯ মে শনিবার ফুলতারা ঢাকা নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি গোবিন্দশ্রীতে আসেন। ১০ মে সকাল ৬ ঘটিকায় তার মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংবাদের পরিপ্রেক্ষিতে মদন উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি মনিরুল হক মাখন তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফলে ফুলতারার রিপোর্ট পজিটিভ আসে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফখরুল হাসান চৌধুরী টিপু জানান, মৃত ফুলতারার বাড়ি ১০ মে লকডাউন করা হয়েছিল। করোনা পজিটিভ আসার সংবাদের পর থেকে স্বাস্থ্য টিম এখনও গোবিন্দশ্রীতে রয়েছে।

এখন পর্যন্ত মদনে মোট ৮ জন করোনা শনাক্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ৩ জন।