চাল ওজনে কম দেওয়ায় ডিলারের লাইসেন্স বাতিল

চাল বিতরণে অনিয়মফেনীতে হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে মো.  ইসলাম নামে এক ডিলাররের লাইন্সেস বাতিল করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ফেনী পৌরসভার ১৩ নম্বর সার্কিট হাউজ রোডের বাসিন্দা।

বৃহস্পতিবার ফেনী পৌরসভা এলাকায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায়দের মধ্যে ওএমএস এর ১০ টাকা দামের চাল বিক্রির সময় ওজন কারচুপির অভিযোগ ওঠে। পরে ঘটনা সত্য প্রমাণ হওয়ায় তার ডিলারশিপ বাতিল করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ডিলার চাল বিতারণ কালে প্রতি ব্যক্তিকে ১৯ কেজি দেয়, কিন্তু ২০ কেজির দাম নেয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তার ডিলারশিপ বাতিল করা হয়।