বন্যা পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসির বৃহস্পতিবারের (১০ জুলাই) তিনটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ম. শামছুল ইসলাম।
স্থগিত পরীক্ষাগুলো হলো– বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘নতুন পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ছয়টি জেলার মধ্যে ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি নোটিশ উন্মুক্ত করার প্রক্রিয়া চলছে।’
প্রসঙ্গত, কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজীসহ বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে। এমন প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা স্থগিতের এ ঘোষণা দেওয়া হলো।