লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লামা

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি গত ১৩ মে বুধবার নমুনা পরীক্ষা করালে শনিবার ১৬ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, লামা হাসপাতালে তার নিজস্ব কোয়ার্টারে আইসোলেশন সেন্টার করে তিনি সেখানে অবস্থান করছেন। কোয়ার্টারে তিনি একাই থাকেন। গত ২৪ মার্চ লামা উপজেলা লকডাউন ঘোষণার পর থেকে তিনি লামা হাসপাতালে অবস্থান করছেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে আইসোলেশনে রাখা হয়েছে। ত‌বে তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই।