মোংলা বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

মোংলা সমুদ্র বন্দরবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর কারণে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি মোংলা সমুদ্র বন্দর হতে প্রায় ১২শ' ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও ঘণিভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠায় সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে গভীর সাগরে চলাচল না করার জন্য বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হলেও মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকার আবহাওয়া স্বাভাবিক রয়েছে। তবে অনেকটা গুমট ভাব বিরাজ করছে।

এদিকে, রবিবার (১৭) সকাল থেকে আবহাওয়া অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকায় বন্দরে সব ধরনের পণ্য ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক রয়েছে। বন্দরে এই মুহূর্তে কয়লা, কন্টেইনার ও ফ্লাই অ্যাশসহ মোট ৮টি জাহাজ অবস্থান করছে বলে জানান বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।