৮০ কেজি মরা মুরগির মাংস উদ্ধার

জব্দ করা মুরগির মাংসপাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানে ৮০ কেজি মরা মুরগির মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (১৮ মে) দুপুরে পৌর সদরের খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন অভিযান পরিচালনা করা চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখারুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মো. স্বপন আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় ওই মরা মুরগির মাংস। পরে ওই ব্যক্তিকে দণ্ড দিয়ে জব্দকৃত মাংস নষ্ট করে ফেলা হয়।

এ সময় উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (ভিএস) ডা. মো. রোকনুজ্জামান, উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো, আবুল কালাম আজাদ দুলাল ও চাটমোহর থানা পুলিশের এএসআই বাবুল আকতার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।