টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২টাঙ্গাইলে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১জন। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দরুনসাইট্রা এলাকা ও সকালে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকি এলাকায় এ ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আদম আলী বলেন, ‘ঢাকাগামী একটি পিকআপভ্যান মহাসড়কের সদর উপজেলার দরুনসাইট্রা এলাকায় একটি ব্রিজের কাছে পৌঁছালে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এঘটনায় আহত হয়েছে ছয় জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা শ্রমিক বলে জানা গেছে।’

এদিকে মির্জাপুরে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটো খাদে পড়ে আবুল হোসেন (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। নিহত আবুল হোসেন ওই ইউনিয়নের গোড়াকি উত্তরপাড়া গ্রামের মীর আলীর ছেলে।

লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘সকালে একটি অটো যাত্রী নিয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিলো। অটোটি গোড়াকি ভোটঘর এলাকার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়। আহত হয় আরও পাঁচ জন ।’