কুষ্টিয়ার নদীগুলোতে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

আম্পানের প্রভাবে বৃষ্টি হচ্ছেঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কুষ্টিয়ার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ বুধবার (২০ মে) রাতে বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে কুষ্টিয়ার উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতও হতে পারে। ইতোমধ্যে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হয়েছে।