আইসোলেশন থেকে করোনা পজিটিভ রোগীর পলায়ন

বগুড়া

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে শুক্রবার (২২ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত সিরাজুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন। ১৮ মে তাকে বগুড়া মহাস্থানের যাত্রী ছাউনি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে অচেতন অবস্থায় সিরাজুল ইসলামকে উদ্ধার করে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। ১৯ মে খবর পেয়ে তার স্বজনরা আসেন। সেদিন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরদিন পাওয়া রিপোর্টে তিনি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন। শুক্রবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যে চিকিৎসক ও নার্সরা মুমূর্ষু এক রোগীকে নিয়ে ব্যস্ত থাকার সুযোগে সিরাজুল ইসলাম আইসোলেশন ইউনিট থেকে পালিয়ে যান। ওই রোগীর বাড়ি রংপুরের মিঠাপুকুরে বলে তথ্য দেওয়া আছে বলেও জানান তিনি।