লকডাউনে বন্ধ করে রাখা বাসে আগুন

আগুনে পুড়ে গেছে লকডাউনে বন্ধ করে রাখা বাসঅলিখিত লকডাউনে টাঙ্গাইলে বন্ধ করে রেখে দেওয়া বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুরের বড় শিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাসটির মালিক মাসুদ রানা বলেন, লকডাউনের শুরু থেকে (টাঙ্গাইল-জ-১১-০১২৬) নম্বরের বাসটি বন্ধ করে রাখা হয়েছে। বিকালে দুই জন ছেলে গাড়ির ভেতরে বসে তাস খেলছিল ও সিগারেট খাচ্ছিলো। পরে বাসের এক কর্মচারী তাদের বাস থেকে নামিয়ে দেয়। হয়তো ওই সিগারেটের আগুন থেকেই এ ঘটনা ঘটেছে। আগুনে বাসটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহত হয়নি। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।