সিরাজগঞ্জে পিসিআর ল্যাবে কোভিড-১৯ শনাক্ত কার্যক্রম বন্ধ

পিসিআর ল্যাবসিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে কোভিড-১৯ শনাক্ত কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার (২৩ মে) পরীক্ষার জন্য নমুনা তোলা হলেও কারিগরি ও সফটওয়ার ত্রুটির কারণে পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ল্যাব ইনচার্জ মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, ‘সিভিল সার্জন অফিস থেকে ১১২টি নমুনা সংগ্রহ করা হয়। মেশিনে নমুনা তোলার পরপরই বিএসএল-২-এর হুড আলট্রা ভায়োলেট রশ্মি হঠাৎ অকার্যকর হয়ে পড়ে। সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীদের ডাকা হয়েছে। ত্রুটি মেরামতের পর পরীক্ষা শুরু হতে পারে।’

অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম বলেন, ‘প্রকল্পের পরিচালকের মাধ্যমে সরবরাহকৃত পিসিআর মেশিনটি নিয়ে আমরা খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছি। প্রায় দেড় কোটি টাকায় কেনা পিসিআর মেশিনটি অব্যবহৃত অবস্থায় দীর্ঘদিন স্টোর রুমে প্যাকেটবন্দি ছিল। স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না গত ১১ মে এটি অবমুক্ত করে সচল করার উদ্যোগ নেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১৯ মে পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন করেন। ’

এ বিষয়ে প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল বলেন, ‘যুক্তরাষ্ট্রে তৈরি মেশিনটি শতভাগ ব্র্যান্ডনিউ। মেশিন অপারেট করার জন্য যা কিছু দরকার সবই সরবরাহ করা হয়েছে। নাচতে না জানলে উঠান বাঁকা হবে, এটিই স্বাভাবিক। অপারেটররা চালাতে গিয়ে সফটওয়ার উল্টে-পাল্টে ফেলছেন। ’