নরসিংদীতে আরও ৩১ জনের করোনা শনাক্ত



করোনাভাইরাসনরসিংদীতে নতুন করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২০ মে) পাঠানো ১০১টি নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে। রবিবার (২৪ মে) রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।




সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে নরসিংদী সদর থানা এলাকায় ২৭ জন, বেলাব থানা এলাকার তিন জন ও রায়পুরা থানা এলাকার একজন রয়েছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত মোট ৩৯১ জন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ২৭৩ জন, রায়পুরাতে ৩৪ জন, শিবপুরে ২৭ জন, বেলাবোতে ৩০ জন, পলাশে ১৯ জন ও মনোহরদীতে ৮ জন রয়েছেন।
এখন পর্যন্ত আইসোলেশনমুক্ত হয়েছেন ১৭০ জন। মারা গেছেন মোট পাঁচ জন। তাদের মধ্যে সদরের চার জন ও পলাশের একজন রয়েছেন। বাকিরা হোম ও হাসপাতাল আইসোলেশনে আছেন।