কক্সবাজারে আরও ৪ রোহিঙ্গাসহ ২৫ জনের করোনা শনাক্ত

কক্সবাজারকক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে করোনা টেস্টে সোমবার (২৫ মে) আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে কক্সবাজার সদরের সাত জন, চকরিয়ার আট, কুতুবদিয়ার এক, মহেশখালীর এক, উখিয়ার দুই, বান্দরবানের দুই এবং চার জন রোহিঙ্গা সদস্য রয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তসহ কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫২ জন। আর করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী ২৯ জনসহ মোট করোনা রোগী ৩৮১জন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ১৩১ জন, কক্সবাজার সদর উপজেলায় ১১৮ জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ২৯ জন, উখিয়া উপজেলায় ৪৭ জন, টেকনাফে ১৫ জন, রামুতে আট, কুতুবদিয়া উপজেলায় তিন জন এবং রোহিঙ্গা সদস্য রয়েছে ২৯ জন।

কক্সবাজার জেলায় ইতোমধ্যে করোনায় এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। আর মোট ৬৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।