আম্পানে গৃহহীনের সাহায্যে এগিয়ে এলো স্বেচ্ছাসেবীরা

আম্পনে লণ্ডভণ্ড সাজেদার বাড়িঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে গৃহহারা হয়ে পড়েন মেহেরপুরের গাংনী ঈদগাহপাড়ার বাসিন্দা সাজেদা খাতুন। ঘরবাড়ি হারিয়ে স্বামী পরিত্যক্তা সাজেদা দুই মেয়ে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছিলেন। তার এ দুরবস্থায় এগিয়ে এসে ঘর মেরামতের জন্য আর্থিক সাহায্য দিলো স্বেচ্ছাসেবীরা।

রবিবার (২৪ মে) বিকালে ঘর মেরামতের জন্য সাজেদার কাছে অর্থ তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠন জাগো মেহেরপুরের সদস্যরা।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সাজেদার ঈদগা পাড়ার টিনের ঘরটি লণ্ডভণ্ড হয়ে যায়। গৃহকর্মীর কাজ করে আর্থিক সংকটে তার পক্ষে ঘরটি পুনর্নির্মাণ করা সম্ভব ছিল না। এ অবস্থায় খোলা আকাশের নিচে তার বসবাস করা দেখে এগিয়ে সহযোগিতায় আসেন জাগো মেহেরপুরের স্বেচ্ছাসেবীরা। এ সময় উপস্থিত ছিলেন– জাগো মেহেরপুরের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মুখপাত্র শোয়েব রহমান দুরন্ত, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ও আজিজুল হক রানু, প্রভাষক মহিবুর রহমান মিন্টু ও সাজেদার প্রতিবেশী কামিল হোসেন।

আম্পানে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যাপারে জানতে চাইলে গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, ‘সাজেদার নামসহ ক্ষতিগ্রস্তদের নামের তালিকা উপজেলা পরিষদে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই তাকে দেওয়া হবে।’

গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, ‘সাজেদা আবেদন করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’