পাবনায় বিদ্যুতায়িত হয়ে মাংস দোকানের কর্মচারীর মৃত্যু

পাবনা

পাবনা শহরের কসাইপাড়ায় বিদ্যুতায়িত হয়ে মাংস দোকানের এক কর্মচারী মারা গেছেন। তার নাম মিঠু (৪২)। আজ বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিঠু বড় বাজার খাসির মাংস বিক্রয়কারী রনি কসাইয়ের দোকানের শ্রমিক ছিলেন। তার বাড়ি শহরের নূরপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ও ভোবেলার ঝড়ে রনি কসাইয়ের গোয়াল ঘরের টিনের চাল উড়ে যায়। ফলে ভিজে যাওয়া খাসিগুলো ঠিক আছে কিনা দেখতে তার সহকারী মিঠু বেলা ১২টার দিকে ওই গোয়াল ঘরে আসেন। তবে ঝড়ে বিদ্যুতের তাড় ছিঁড়ে যাওয়ায় সেখানেই বিদ্যুতায়িত হন মিঠু। তাকে উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন বিদ্যুতের শক খান। এরপর দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিঠুকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, এ ঘটনায় কোনও অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।