পিসিআর ল্যাবের হার্ডওয়্যার বিকল, করোনার নমুনা পরীক্ষা বন্ধ

100508765_735136527230732_622202884150263808_n

জামালপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের হার্ডওয়্যার বিকল হওয়ায় বুধবার (২৭ মে) থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। ল্যাবের সফটওয়্যার ও হার্ডওয়্যার স্থাপনকারী প্রকৌশলীরা ল্যাবটি চালু করার জন্য বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই কাজ করছেন বলে জানিয়েছেন ল্যাব ইনচার্জ অধ্যাপক ডা. এ কে এম মুসা।

ল্যাব সংশ্লিষ্টরা জানিয়েছে, বুধবার সকাল থেকেই পিসিআর ল্যাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিষয়টি নিয়ে ল্যাবের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ ও স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হয়। আরটি-পিসিআর ল্যাব সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা ল্যাবের মূল হার্ডওয়্যার যন্ত্রপাতি তৈরির জার্মান প্রতিষ্ঠানের প্রকৌশলীদের যোগাযোগের বৃহস্পতিবার সকালে জামালপুরে আসেন। তারা ল্যাবটি সচল করার জন্য কাজ করে যাচ্ছেন।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেছেন, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাব বন্ধ থাকায় জেলার ৭ উপজেলা থেকে সংগৃহীত ১৫৩টি নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।