আগেভাগেই গণপরিবহন চলাচল শুরু মহিপালে

99048902_179377396785585_3423065119318343680_n



সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শর্ত মেনে রবিবার (৩১ মে) থেকে গণপরিবহন চলাচল শুরু হওয়ার কথা। তবে নির্দেশনা উপেক্ষা করে আগেই ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহাপালে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। মানাও হচ্ছে না কোনও শর্ত।

শনিবার (৩০ মে) সকাল থেকে দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ, ট্রাক, মাইক্রোবাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। এছাড়া মহাসড়কের লালপুল এলাকায় সিএনজি চালিত অটোটেম্পু, ব্যাটারি চালিত ইজিবাইকসহ সব ধরনের অবৈধ থ্রি-হুইলার আগে থেকেই চলছে।

মহিপাল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, 'সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে গণপরিবহনে চড়লে করোনার ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পাবে।'

মহিপাল হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, 'এটা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'