নাগরপুরের এসিল্যান্ড তারিন মসরুরের করোনা শনাক্ত

Tangail Nagorpur Aceland pic

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (৩১ মে) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, 'এসিল্যান্ড তারিন মসরুর গত বুধবার জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান। পরে বৃহস্পতিবার তার নমুনা ঢাকায় পাঠানো হয়। রবিবার রাতে নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, 'উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২২ মে শরীরে জ্বর অনুভব করেন। পরে ওই সময় থেকে তিনি তার বাসায় আইসোলেশনে রয়েছেন। রবিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ বিষয়ে জেলা প্রশাসক সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। তিনি এসিল্যান্ডের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।'

প্রসঙ্গত, সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এই উপজেলায় এসিল্যান্ড, পুলিশ ও স্বাস্থ্যকর্মীর স্বামীসহ ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।