ব্রাহ্মণবাড়িয়ায় গণপরিবহন চালক ও যাত্রীদের বিরুদ্ধে ২৮টি মামলা



জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালতব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্দেশিত আইন ভঙ্গ করে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং সামাজিক দূরত্ব না মেনে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় বিভিন্ন গণপরিবহনের চালক ও যাত্রীদের বিরুদ্ধে ২৮টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় এবং পৌর এলাকার কাউতলী মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।


এ সময় যানবাহনের চালক এবং যাত্রীদের কাছ থেকে ৫৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া। তার সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসসহ প্রশাসনের কর্মকর্তারা।
পঙ্কজ বড়ুয়া বলেন, ‘সরকারের ঘোষণা অনুযায়ী পঞ্চাশ ভাগ যাত্রী পরিবহন করার কথা। যারা এই আইন ভঙ্গ করে অতিরিক্ত যাত্রী বহন করছেন আইন অনুযায়ী তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাইক্রোবাসের ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হচ্ছে। এছাড়া গণপরিবহনের চালক ও যাত্রীরা মাস্ক ব্যবহার না করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’